Chapainawabganj Muktomohadal
(Open Scout Group)
Muktomohadal Bhaban
Scouter Aftab Uddin Road
Chapainawabganj – 6300
Bangladesh.
Phone & Fax : +88-0781-52186
Cell : +88-01715-019743, 01823-030881
E-mail : chapainawabganjmuktomohadal@yahoo.com
‘চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদলের জন্মকথা ’
মুক্ত রোভার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৬ সালে। পরবর্তীতে সংগঠনটি সংগঠক এর অভাবে ধওে রাখা সম্ভব হয়নি। অনেক চড়াই উৎরাই এর মাঝে মোঃ মোসফিকুর রহমানের নেতৃত্বে ১৯৭৫ সালের ২৮ জুন প্রতিষ্ঠিত হয় ‘চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল ( রোভার ক্রু ও স্কাউটদের নিযে একটি র্পূণাঙ্গ ইউনিট)।
প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে ১৯৬৮ সালের ২৮ জুন মোসফিকুর রহমানের প্রচেষ্টায় ৩জন কিশোরের সহযোগিতায় গঠিত হয় এম. হোসেন ফুটবল টুর্ণামেন্ট কেন্দ্রিক একটি সংগঠন। নবীন সংঘ সময়ের প্রয়োজনে স্বাধীনতার পর জাগরণী সংঘ ও নবীন সংঘ একত্রিকরণ করে পূর্ণগঠিত হয় নবীন সংঘ। সংগঠনটির নিজের কার্যক্রমে গতি আনার তাগিদে ১৯৭৫ সালের প্রথম দিকে স্কাউটিং সংযোজন করে নামকরণ হয় নবীন সংঘ মুক্তমহাদল। রাজশাহী অঞ্চল ও রোভার অঞ্চলের সাথে রেজিস্ট্রিভুক্ত হয় নবীন সংঘ মুক্তমহাদল। সংগঠনটি স্কাউটিং শাখায় গতি সঞ্চারের মধ্য দিয়ে নবীন সংঘ ফুটবল সেবীদেও সাথে বিরোধের কারণে ১৯৭৫ সালের ২৮ জুন স্কাউটিং এর তাগিদে সংগঠন সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে মোসফিকুর রহমানের নেতৃত্বে স্কাউট দরদীদের নিয়ে আলাদা করে সংগঠন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল প্রতিষ্ঠা করা হয়। স্কাউটদের দ্বারা জুতো কালি করে সংগৃহিত ও মোসফিকুর রহমানের নিজের দেয়া অর্থে অত্যন- কষ্টসাধ্যভাবে পরিচালিত হয় প্রতিষ্ঠানের কার্যক্রম। খোলা মাঠে জন্ম লাভের পর মাত্র দশ টাকা ভায়ায় স'ানীয় স্কাউটস ভবনের সিঁড়ি ঘরে ও পরে পঁচিশ টাকা ভাড়ায় একটি রুমে মুক্তমহাদল স'ানান-রিত হয়। অত্যন- ধৈর্য ও ক্লানি-হীন পরিশ্রমে এবং প্রশাসনিক সহায়তায় মুক্তমহাদল নবাবগঞ্জ ক্লাব কর্তৃক প্রাপ্ত একখণ্ড জমিতে নিজস্ব ভবন গড়ে তোলে এবং কার্যক্রম পরিচালনা করে।